অনলাইন ডেস্ক | ৩০ মার্চ ২০১৭ | ৯:১১ পূর্বাহ্ণ
দিনাজপুর বিরল উপজেলার বাইসাপাড়া এলাকায় নদীতে গোসল করতে গিয়ে সুরমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় দিনাজপুর পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সুরমা বেগম একই এলাকার মৃত মতিউর রহমানের স্ত্রী।
দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান ওই বৃদ্ধা। পরে তার লাশ স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।