অগ্রবাণী ডেস্ক: | ১৩ এপ্রিল ২০১৭ | ১২:২২ পূর্বাহ্ণ
পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞাত নারীর (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে চন্ডিপুর সন্যাসী খেয়াঘাটের আবাসন এলাকার পানগুছি নদীর চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ইন্দুরকানী (পূর্ববর্তী জিয়ানগর) থানার এসআই মোহায়মিনুল জানান, খবর পেয়ে তারা ভাসমান অবস্থায় সাদা সেলোয়ার কামিজ পরিহিত ও হাত-পা বাঁধা নারীর লাশটি উদ্ধার করে ইন্দুরকানী থানায় আনে। ময়নাতদন্তের জন্য লাশ বৃস্পতিবার পিরোজপুরে প্রেরণ করা হবে।
পুলিশের ধারণা, হাত-পা বেঁধে জীবিত অবস্থায় এক বা একাধিক পাষণ্ড ওই নারীকে নদীতে ফেলে দেয়। [LS]