
ডেস্ক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শওকত ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পরিদর্শককে মারধর করায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে কাউন্সিলর শওকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar