
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
গত এক মাসে হাসপাতালে ভর্তি নয় এমন ব্যক্তিদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, দেশে করোনা রোগীদের মধ্যে ২০ শতাংশই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। ২০২১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৮ জানুয়ারি পর্যন্ত করোনার ৯৬টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা যায়, তাদের মধ্যে ২০ শতাংশ ক্ষেত্রে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। পরবর্তী মাসে এই ওমিক্রন ভ্যারিয়েন্ট গুণিতকহারে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
তবে এর কোনো ব্যক্তির নমুনাই হাসপাতালে ভর্তি রোগীর নমুনা নয়। এসব নমুনা হাসপাতালে ভর্তি রোগী, হাসপাতালের আউটডোরে আসা রোগী ও বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার ৮০ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে ডেলটা ভ্যারিয়েন্ট।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar