
ডেস্ক | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ঢাকার উত্তরায় নয়তলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে মারা গেছেন অভিনেতা ইন্তেখাব দিনারের গৃহকর্মী।
তানজিন আক্তার নামে ১৫ বছরের মেয়েটির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। ছয় মাস ধরে তিনি উত্তরা ৭ নম্বর সেক্টরের চার নম্বর সড়কের ওই ভবনে ইন্তেখাব দিনারের বাসায় কাজ করছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভবনটির ছাদ থেকে তানজিন লাফিয়ে নিচে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় “পাশের ভবনের প্রত্যক্ষদর্শীসহ অনেককে জিজ্ঞাসাবাদ করে এটা নিশ্চিত হওয়া গেছে যে, তানজিন আত্মহত্যা করেছে।”
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar