এম, এ, রউফ খান রিপন | ২৭ আগস্ট ২০১৭ | ৪:০৯ অপরাহ্ণ
আজ ২৭ শে আগষ্ট নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিবিএর’র ছাত্র তাসরিফুল ইসলাম হিমেল (২২ ) চলে গেল না ফেরার দেশে। হিমেল প্রায় ২ বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ সকাল ১০টা ১০ মিনিটে খালিশপুর ফেয়ার হেল্থ ক্লিনিকে মৃত্যুবরণ করে। ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন।
মৃত্যুর পর হিমেলের লাশ তার নিজ জন্ম স্থান খালিশপুর তৈয়বা কলোনীর এনবি-৭৪ নম্বার বাড়িতে নেওয়া হয়। হিমেলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর তৈয়বা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে খালিশপুরস্থ গোয়ালখালী কবরস্থানে হিমেলকে চিরশায়িত করা হবে।
সদা হাস্যোজ্জল, সদালাপী, ধার্মিক হিমেলের পিতা জনাব আনোয়ারুল ইসলাম কাজল খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বর্তমান খুলনা প্রেসক্লাবের সহ-সম্পাদক, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি তিনি ছেলের এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ।
কাজল তার ছেলে হিমেলের রুহের মাগফিরাত কামনা করে এলাকাবাসী তথা সকলের কাছে দোয়া চেয়েছেন।