অনলাইন ডেস্ক | ১৬ আগস্ট ২০১৭ | ১:৪৪ অপরাহ্ণ
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আশ্রয় শিবিরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৮২ জন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার তিন নারী আত্মঘাতী বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ২৫ কিলোমিটার দূরে মান্দারারি শহরে এসব বোমা হামলা চালায়। এলাকাটিতে জঙ্গি সংগঠন বোকো হারামের বেশ তৎপরতা রয়েছে।
জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্য বাবা কুরা বলেন, আশ্রয়কেন্দ্রের বাইরে তিন নারী এসব শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অন্তত ৮০ জনকে মাইদুগুরি হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার বর্ণনা দিয়ে বাবা কুরা বলেন, প্রথম হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে সেখানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন মানুষজন তাদের দোকানপাট বন্ধ করে ছুটাছুটি শুরু করে। এর মধ্যেই পরপর আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটে। আর এতেই অধিকাংশ লোক হতাহত হয়।