অগ্রবাণী ডেস্ক | ০১ জুন ২০১৭ | ১১:২১ পূর্বাহ্ণ
আজব এক মাছের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। মাছটির নেই দৃশ্যমান কোন নাক, মুখ কিংবা চোখ। অস্ট্রেলিয়ায় সমুদ্রের চার কিলোমিটার গভীরে এ মাছের বাস। সমুদ্রের ওই এলাকাটি এতদিন অনাবিষ্কৃত ছিল বলে দাবি বিজ্ঞানীদের। -এএফপি।
মিউজিয়াম ভিক্টোরিয়ার প্রধান বিজ্ঞানী টিম ও’হারা জানিয়েছেন, মাছটির কোনো দৃশ্যমান মুখমণ্ডল নেই। মাছটির চোখ, নাক থাকলেও হঠাৎ দেখা যায় না। মুখ শরীরের আড়ালে। অস্ট্রেলিয়ান সমুদ্রে এ মাছটি খুবই বিরল।
মাছটির দৈর্ঘ্য মাত্র অাধামিটার। তাসমানিয়া ও কোরাল সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে গভীর তলদেশে মাছটির অবস্থান বলে জানতে পেরেছেন গবেষকরা।