
| সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
নাটোরে ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) বাঞ্চুপদ পাল নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পুলিশ লাইন্স এলাকায় তাকে অজ্ঞাত ট্রাক চাপা দেয় বলে নিশ্চিত করেছেন নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন।
আব্দুল মতিন বলেন, নাটোর ট্রাফিক বিভাগে কর্মরত এটিএসআই বাঞ্চুপদ পাল সকালে প্রাতঃভ্রমণ শেষে পুলিশ লাইন্সে ফিরছিলেন। পুলিশ লাইন্সসংলগ্ন বড় হরিশপুর এলাকায় ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
সকাল ১০টার দিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar