| ২০ জানুয়ারি ২০২১ | ৯:১৯ পূর্বাহ্ণ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলো- শ্যামল হোসেন (৫১) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বেজগাঁ ও ঢাকা শহরের এ/পি-হোল্ডিং নং-৮২২/১ পশ্চিম কাজীপাড়া এলাকার আব্দুর রহিম শিকদারের ছেলে। গাড়িচালক আলী আকবর (৫৬) বরিশালের সদর থানার চরকাওয়া এলাকার আ. মোতালেবের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল হাইওয়ের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় মহাসড়কের ওপর চেকপোস্ট পরিচালনা করে।
এসময় প্রাইভেটকার তল্লাশি করে তিনটি ব্যাগে রাখা ৩১ কেশি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
গাঁজা সংরক্ষণ ও পরিবহনের দায়ে দুজনকে আটক করা হয়েছে।