
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ মে ২০২২ | প্রিন্ট
নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানার মোড় এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার বাবু আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাকচালক লিটন যশোরের দেওগাছি এলাকার আব্দুল মালেক দফাদারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, যশোর থেকে ময়মনসিংহগামী একটি মিনি ট্রাকের সাথে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হন। আহত হন মিনি ট্রাকের হেলপার বাবু।
মশিউর রহমান বলেন, দুইটি ট্রাকই জব্দ করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Posted ১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar