অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর ২০১৭ | ৯:২৬ পূর্বাহ্ণ
আরব সাগরের তীরের মুম্বাই শহর শুধুমাত্র বাণিজ্য নগরী নয়। ভারতীয় তথা বিশ্বের চলচ্চিত্রের একটি বড় ক্ষেত্র হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী শহর। অনেক রঙিন স্বপ্ন নিয়ে সেখানে পাড়ি জমান অনেকেই। সেই স্বপ্নকেই হাতিয়ার করে ‘সেক্স র্যাকেট’ চালাচ্ছিল ২৪ বছরের এক তরুণী। রবিবার পুলিশি অভিযানে গ্রেফতার করা হয়েছে ওই মডেল তরুণীকে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে আরও দুই বালিকাকে।
এই নাবালিকারা রঙিন স্বপ্নে পাড়ি দিয়েছিল মুম্বাই। কিন্তু, সেই স্বপ্ন তাদের অধরাই থেকে যায়। আশায় আশায় এক পর্যায়ে তাদের গন্তব্য হয় দেহ ব্যবসায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব নাবালিকাদের দিয়ে বড় বড় খদ্দের সামলান রূপালী জগতে ইতোমধ্যে জায়গা করে নেওয়া মানুষগুলো।
পুলিশ সূত্রে খবর, মুম্বাই শহরে কাজের খোঁজে আসা উঠতি মডেলদের সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে নিয়ে এসে তাঁদের দিয়ে মধুচক্র চালাতো ওই মডেল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৩ ধারায় ওই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে বহু উঠতি মডেলদের ছবি সহ একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।