অনলাইন ডেস্ক | ০১ আগস্ট ২০১৭ | ৪:০০ অপরাহ্ণ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, নারায়ণগঞ্জে চলছে ওসমান পার্টি, ওসমান লীগ। সোমবার নারায়ণগঞ্জের বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ছাড়াও বন্দর উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের সভাপতি।
এরশাদ বলেন, আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে। কোনো সহায়ক সরকার বা তত্বাবধায়ক সরকারে পক্ষে আমি নই।
নারায়গঞ্জবাসীর প্রতি আহ্ববান জানিয়ে তিনি বলেন, সেলিম ওসমান ও শামীম ওসমানের সঙ্গে নারায়ণগঞ্জের মানুষ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরাও তাদের সঙ্গে আছি। এসময় এরশাদ প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের জন্মদিনের কেক কাটেন এবং বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন করেন।