আজকের অগ্রবাণী ডেস্ক: | ৩০ মার্চ ২০১৭ | ১০:২০ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে বৃহস্পতিবার সন্ধায় ট্রলার ডুবির ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। নিহতরা হলেন- সাত্তার (৪০), জহুরা (৭০), কাঁঞ্চন বেগম (৬৮) ও এক শিশু।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঢাকার রামপুরার বনশ্রীএলাকা থেকে একটি ট্রলার চাঁদপুরের বেলতলিতে আধ্যাত্মিক সাধক সোলায়মান লেংটার উরসে যাচ্ছিলেন। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপরই এলাকাবাসি নৌকা নিয়ে দুর্ঘটনায় পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে। তারা বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করে।
ঘটনার পরপরই এলাকাবাসী আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ সোনারগাঁ থানায় রয়েছে। নিহতদের আত্মীয়রা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।