অগ্রবাণী ডেস্ক | ৩০ মার্চ ২০১৭ | ৩:৪২ অপরাহ্ণ
যেকোন লোকের কাছেই মশার কামড় খাওয়া বিরক্তিকর। কিন্তু রাশিয়াতে এই বিরক্তিকর পতঙ্গের কামড় খাওয়া মহিলারা কতটা সহ্য করতে পারে তারই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশটির উরাল পর্বতমালার বেরেযনিকি শহরের একটি পুকুরে প্রতি বছরের ১৭ই জুলাই স্থানীয়রা জড়ো হন মহিলাদের এমন বিরল প্রতিযোগিতায় দেখতে। এই প্রতিযোগিতার নাম ‘মোস্ট ডিলিশিয়াস গার্ল’।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েদের স্বল্প পোশাকে দাঁড়িয়ে থাকতে হয় ২০ মিনিট ধরে। ওই নির্ধারিত সময়ের মধ্যে যাকে সবচেয়ে বেশি মশা কামড় দেবে, তিনিই হবেন বিজয়ী। বিচারকদের মধ্যে থাকবেন একজন ডাক্তারও। মশার কামড় খাওয়ার পাশাপাশি এই দিনে সেখানে আয়োজন করা হয় মশা ধরার প্রতিযোগিতা। যে যত বেশি জীবিত মশা ধরতে পারবে, সেই হবে বিজয়ী। দু’বছর আগে রাশিয়ার এই মশা উৎসব শুরু হলেও এর মধ্যেই বেশ সাড়া ফেলেছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
-এলএস