
| শনিবার, ০৭ মার্চ ২০২০ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে আটকের পর তার জুতার ভেতর থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা আরেক নারীর শরীর তল্লাশি করে মিলেছে ৩৮২ পিস ইয়াবা। শুক্রবার রাতে বিজয়নগর থানা পুলিশ তাদের আটক করে।
সূত্র জানায়, আটক নারী হামিদা আক্তার বিজয়নগরের কাশিনগর গ্রামের হারিজ মিয়ার স্ত্রী। তার সহযোগী মনা বেগম নিদারাবাদ গ্রামের নান্নু মিয়ার স্ত্রী। তারা দুজন ইয়াবা সিন্ডিকেটের ক্যারিয়ার বলে ধারনা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের টুক চানপুর এলাকা থেকে পুলিশ দুই নারীকে আটক করে। শরীর তল্লাশির পাশপাশি এক নারীর জুতার হিল ও চামড়া খুলে পাওয়া যায় ৬০০ ইয়াবা। অন্যের শরীরে লুকানো ছিল প্যাকেট ভর্তি ৩৮২ পিস ইয়াবা। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিন্ডিকেটের অন্য সদস্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আটকের পর দুই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ১০:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |