অগ্রবাণী ডেস্ক | ০৬ এপ্রিল ২০১৭ | ৪:৩৮ অপরাহ্ণ
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নারী মেম্বারকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান জান্নাত আলী ও ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ডেকে নিয়ে ওই নারী সদস্যকে জোরপূর্বক ধর্ষণ করে জান্নাত আলী ও আলাউদ্দিন। এই সময় নারী সদস্য চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকেই ওই ঘরে তালাবন্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান ও মেম্বারকে আটক করে থানায় নিয়ে আসে।
এই ব্যাপারে নারী সদস্য বেলা ৩টার দিকে বাঘা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, তাদের আটক করে থানায় আনা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারী সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
-এলএস