
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
‘গত ৫ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।’ বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে সর্বশেষ সিটি নির্বাচনকে এভাবেই আখ্যায়িত করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে তিনি চারটি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে এসে তিনি লিখিত বক্তব্যে নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তবে এ সময় সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।
নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতিপূর্বে বলেছি, যার শেষ ভালো, তার সব ভালো। নাসিক নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি।’
Posted ৯:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar