নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর ২০১৭ | ৬:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী নায়েবুন্নেছা ইনষ্টিটিউশন রাতইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য (পুরুষ) পদে মোট ৯ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ১ জন অংশ গ্রহণ করেন।
আগামি দুই বছরের জন্য ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্য (পুরুষ) পদে নির্বাচিত হোয়েছেন- ১।সাজ্জাদ হোসেন মিনা (২২৯ ভোট),২।লালচান ফকির(২২৫ ভোট),৩।মোঃতুহিন সরদার(১৯৪ ভোট),৪।আঃওহাব মুন্সী(১৮০ ভোট) ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আর কোন প্রার্থী না থাকায় রিক্তা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম।
ফলাফল ঘোষণা করার সময় প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম (সেলিম) উজির বিজয়ীদেরকে অভিনন্দন জানান।
নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে কাশিয়ানী থানার ওসি একেএম আলীনূর হোসেন (পিপিএম) এর নির্দেশে আইনশৃংঙ্খলা বাহিনি মোতায়ন করা হয়েছিল।