
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র থেকে: | রবিবার, ১৫ মে ২০২২ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি ছাত্রীর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টার দিকে কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।ঘটনার সময় দূবৃর্ত্তরা তাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দেয়।
সাথে সাথে সে মারা যায়। জিনাত হোসেনের স্বজন ও শুভাকাঙ্খীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। জিনাত হোসেন হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে জিনাত নিহত হওয়ার ব্যাপারে এনওয়াইপিডি এই রিপোর্ট লেখা পর্যন্ত অফিসিয়ালী কিছুই জানায়নি।
পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে।জানা গেছে, নিহত জিনাত হোসেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হকের ভায়রা ভাই আমীর হোসেনের কন্যা। তাদের দেশের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রাম। জিনাত ২০১৫ সালে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে আভিবাসী হন। সে ব্রুকলীনের নাইথ এভিনিউতে পরিবারের সাথে বসাবাস করতো। ঘটনার সময় সে নিউইয়র্ক সিটির হান্টার কলেজ থেকে বাসায় ফিরছিলো।
তার এই মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মাঝে। কেননা, বিপুল সংখ্যক স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীকে প্রতিদিন সাবওয়েতে (পাতাল ট্রেন) চলাচল করতে হয়।
Posted ১:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |