
ডেস্ক | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | প্রিন্ট
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শুক্রবার (১৩ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে কিউইদের ৭১ রানে হারিয়েছে অজিরা। এই ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এদিন অস্ট্রেলিয়ার দেয়া ২৫৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৮৭ রান করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন টম লাথাম।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৩টি, মিচেল মার্শ ৩টি, অ্যাডাম জাম্পা ২টি ও জস হ্যাজলেউড ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। অপর ওপেনার অ্যারোন ফিঞ্চ করেন ৬০ রান। ৫৬ রান করেন লাবুশেন। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ২৭ রান।
নিউজিল্যান্ডের পক্ষে ফার্গুসন ২টি, স্যান্টনার ২টি ও সোধি ৩টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন মিচেল মার্শ।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar