
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
নবাগত কণ্ঠশিল্পী লিমন মাহমুদ। কণ্ঠটা বেশ মিষ্টি। গান নিয়ে তার অনেক স্বপ্ন। স্বপ্নের পাখায় পালক সংযোজন করাতে গিয়েছেন বহু মানুষের কাছে।
বরাবরই বিমুখ হয়েছেন। অবশেষে নিজের কথা, সুর ও কণ্ঠে সম্প্রতি প্রকাশিত হলো তার “ভুইলা গেছে” শিরোনামের একটি গান। অয়ন চাকলাদারের সংগীতে মডার্ন-ফোক ধাঁচের এই গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছে সাউন্ডটেক। সাউন্ডটেক ক্ল্যাসিক্যাল এর ইউটিউব চ্যানেলে গানটি রয়েছে।
লিমন মাহমুদ জানান,’এই গানটি র সাথে আমার অনেক স্মৃতি, আনন্দ,বেদনা জড়িত আছে। গানটির কথা ও সুর রচনার পাশাপাশি আমি গেয়েছি,আশা করছি শ্রোতাদের ভালো লাগবে’।
Posted ১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar