
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ওসি ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা ভেতরে নিজের কোয়ার্টার থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার এসআই শাহবুদ্দিন।
মৃত ফয়জুর রহমানের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তিনি জুন মাসে পোড়াদহ রেলওয়ে থানায় যোগদান করেছিলেন।
এসআই শাহবুদ্দিন বলেন, ওসি স্যার থানার ভেতরে কোয়ার্টারে থাকতেন। বৃহস্পতিবার দুপুরে তাকে খাবার দিতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে দেখা যায় তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।
তিনি আরো বলেন, ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
Posted ১১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar