
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | প্রিন্ট
কাশিয়ানীর উপজেলা বেশ কয়েকটি ইউনিয়ন মনিটরিং করে সার্বিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
স্ট্যাটাসটি আজকের অগ্রবাণীর পাঠকদের জন্য তুলে ধরা হলো। “আজ সকাল হতে দুপুর ২:০০ টা পর্যন্ত কাশিয়ানী বাজার, বেলতলা, কাঠামদরবস্তু, ব্যাসপুর, জয়নগর, মাঝিগাতি, বাথানডাঙ্গা, জিকাবাড়ি, সাতাশিয়া, রাজপাট চৌরঙ্গী, রাজপাট, আড়ুয়াকান্দি, রামদিয়া, গোপালপুর, তিলছড়া, ঘোনাপাড়া-মোট ১৬ টি বাজার মনিটরিং করা হয়।
অনেককেই বিনা কারণে রাস্তায় ও বাজারে বাজারে ঘুরতে দেখা গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে অনেককে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় পাওয়া যায়। অনেক মটর সাইকেলে ৩ জন আরোহী দেখতে পাওয়া গেছে। এসময় জনস্বার্থ বিবেচনায় আইন প্রয়াগে কঠোর হতে হয়েছে।
জনস্বার্থে বিশেষভাবে অনুরোধ রইলো অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘড়ের বাহিরে বের হবেন না।
প্রিয় কাশিয়ানীবাসি, আপনাদের স্বার্থে আমরা বাহিরে, নিজ পরিবার ও জনস্বার্থে আপনি নিজ বাড়িতে অবস্থান করুন।”
Posted ৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar