
| শনিবার, ১১ এপ্রিল ২০২০ | প্রিন্ট
কিছু না জানিয়েই আয়োজন করে ফেললে একটা মন খারাপের শহর
তোমার গম্ভীর মুখের রং ধারণ করেছে শহরের আনাচে-কানাচেতে
তোমার চোখের মতই চারপাশটা শুনশান
কোথাও একটা কাকের শব্দ ও নেই
শুধু মন ভাঙার শব্দে শহরটা কম্পিত হচ্ছে ভুমিকম্পের মতো
আমি তীব্র ভয় নিয়ে অন্ধকারের গভীরে তলিয়ে যেতে যেতে দেখলাম তোমার কপাল থেকে গাছেরা সরে যাচ্ছে
মিশে যাচ্ছে তোমার মস্ত বড় মরুভূমির বুকে
এত এত মৃত গাছ বুকে লালন করে তুমি দিয়ে যাচ্ছ অক্সিজেন
চারপাশটায় আগরবাতির গন্ধে ফুলেরা বেড়ে উঠছে
কাংখিত চিল ঠোঁট ঠুকরে খেতে আসছে না
পৃথিবীর বয়স যখন ষোলো ছুঁয়ে সতেরো এর দিকে গুটি পায়ে ধীরগতিতে পিপীলিকার দলছুটে হাঁটছে তখন সূর্যমুখীর সাথে দেখা হয়েছিলো
সেদিন আকাশের রঙ নীল ছিলো
চারপাশে আমের মুকুলের রাজত্ব ছিলো
মাটি জুড়ে ছিলো ঘাসের ফোয়ারা
জোয়ারে ভরে ছিলো চোখ
তোমাকে আকাশ বানিয়ে রাখতে চেয়েছি জীবনভর
তুমি মাটিকে ভালোবেসে মিশে গেলে
দিয়ে গেলে গাছেদের
তুমি চলে যাওয়ার পর আকাশ ভেঙে চুরমার করে সব মাটি করে দিয়েছি
আমি তোমার পায়ের ছাপ দেখি
তোমার আঙুলের আল্পনায় সাজিয়ে তুলি ভুমধ্যসাগরের এপার-উপার..
তবুও তুমি শুধু আমার মন খারাপের আয়োজন দেখলে
তবুও তো দেখলে
আমায় দেখলে…
আমিতো তোমায় দেখিনা এক কোটি বছর হলো…..
Posted ৭:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |