ডেস্ক | ১৭ জুন ২০১৮ | ১১:২৫ অপরাহ্ণ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তারা সবাই তরুণ। এ তরুণরা পিকআপ ভ্যানে করে ঈদ আনন্দ করছিলেন।
আজ(রোববার) রাতে সাড়ে ৯ টার দিকে জেলার সৈয়দপুরে মিনিবিাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কিছু তরুণ পিকাআপ ভ্যানে ঈদ আনন্দ করতে করতে নীলফামারীর দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপের ১০ তরুণ নিহত হন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
চিকিৎসক জানায়, তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।