আসিফ হাসান কাজল | ২৬ জুন ২০১৮ | ৩:৩৩ অপরাহ্ণ
নীলাঞ্জনা
তোমার হাতে এই হাতটি রেখে
দূরপথে আর যাবো না!
পিচঢালা বাঁকে বাঁকে মৃত্যুর কুপে
মহাসড়কের ও পথে পা বাঁড়াবোনা।
আক্ষেপ!
চলন্ত পথে তোমার কাজল মনি চোঁখে
সবুজ গাছের সারী প্রতিবিম্বে
আলো ছায়া হয়ে ভাসবেনা!
সত্যিই
বলছি কথা দিলাম, একটিবার
তাকিয়ে আমায় দেখো ,এই নী..অঞ্জনা।
বঙ্গে নেচে চলা জলপথে
নীল সমুদ্রে আঁকা বালুময় তটে
তোমারর সাথে জ্যোৎস্না স্নান
আর না হয় কোনদিন করবো না!
উফফ প্রবঞ্চনা।।
নীলাঞ্জনা? চলো
ধুধু মরুদেশে, মিশরের কায়রোতে
আমাকে জড়িয়ে তুমি, তোমায় আলিঙ্গনে আমি
একবার মুক্তাঝরুক ঐ ঠোঁটে-রুপালী মুখে
তুমি তবুও…. হাসবে না!
তুমি শুনতে পাওনা?
ঐ বুঝি দেখ পিরামিডে, নীলাচলে নীল নদে।
ফেনিল জলে ভালবাসার স্রোতে
জোড়া মনের তরী আর ভাসবে না?
এইতো হবে কিছু মুহুর্ত ক্ষণ আগে!
নীল শাড়িতে বেরিয়ে যাত্রাপথে
বিদায় বেলায় মলিন মুখে
তুমি তো ফিরে আসবে বলেছিলে
সেই তুমিই ফিরলে?
রক্তমাখা শরীরে মাংস ছেঁড়া স্তুপে!!
এই তুমি ফিরে এলে!!
তুমি চলে গেলে! চির বিদায় এই !
আমায় ফেলে? পর্বতচূড়ায় জমাট প্রেম অস্তাচলে!
নীল অসহ্য যন্ত্রনা?!?
তোমার হৃদ স্পন্দনহীন দেহ!!!
আমার হৃদয় জুড়ে কেন উর্ধমান কম্পন
আর একাকীত্ব,বিষাদ, ক্রন্দন অসীম বেদনা।
প্রেমময় নীলাঞ্জনা –
হাতটি ধরে আর জীবনপথে
একসাথে চলা হলো না।
[শব্দমালার ছন্দের বন্ধনে গল্পের বর্ণনার নামকে যদি কবিতা বলা হয় তবে হইতো এটিকে কবিতা বলা যায়!
সমসাময়িক সময়ে মহাসড়কের যানবাহনে দুর্ঘটনা ও শত মানুষের প্রাণহানির ঘটনায় এমন শত ভালোবাসার অপ:মৃত্যু ঘটছে ! প্রতিটি ভাল মনের ভিতর নীলাঞ্জনাদের বসবাস ও তাদের ভালবাসাময় সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাতে নীলাঞ্জনা ফিরবে না]