
| রবিবার, ০৪ জুলাই ২০২১ | প্রিন্ট
সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে গড়ে ওঠা ছাত্র অধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর এবং রাশেদ খাঁনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের আপাতত অবসান হয়েছে। বহিষ্কারের একদিনের মাথায় রাশেদ খাঁনকে পুনরায় সংগঠনের আহ্বায়ক পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
রবিবার ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন নুরুল হক নুর।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা একটা সিদ্ধান্ত দিয়েছিলাম। যেটা তার (রাশেদ) বিপক্ষে যাওয়ায় সে এটা নিয়ে উল্টো রিঅ্যাক্ট করেছিল। সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করায় আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি এবং স্বপদে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছি।’
রাশেদ খাঁন বলেন, ‘রাজনীতি করতে গেলে বিভিন্ন সময় ভুল বোঝাবুঝি হয় তো আমাদের ক্ষেত্রে সেটিই হয়েছিল। সিদ্ধান্ত হয়েছে যে, আমি আহ্বায়ক হিসেবেই দায়িত্ব পালন করব। আগামী এক মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডাকসুর সাবেক ভিপি হওয়ায় নুরকে সমন্বয়ক হিসেবে রাখা হবে। আজকের সভায় এ বিষয়েই দুটি সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে রবিবার বিকালে রাশেদ খান তার ফেসবুক পেইজে লিখেন- ‘দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ যে কারণে মাঝেমাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুলবোঝাবুঝি হয়েছিলো, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। আশা করি, ভবিষ্যতে নিজেরা চলার পথে আরও বেশি সতর্ক থাকবো। নুর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিলো, ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। দেশের মানুষকে আমরা অভিভাবক মনে করি। আমাদের ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দিবেন, যাতে শুধরিয়ে নিয়ে নিজেদের পরিপক্ব হিসেবে গড়ে তুলতে পারি। সবার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি….।’
এর আগে শনিবার দিবাগত রাতে কমল বড়ুয়া নামে ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খুলে ব্যক্তিগত ও সংগঠনের গোপন ফাঁস করার অভিযোগে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রাশেদ খানকে আহ্বায়কের পদ ও সোহরাব হোসেনকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। নুরুল হক নুর এটা ফেসবুকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশও করেন।
এদিকে নিজেকে বহিষ্কার করায় নুরের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে নুরকে নোটিশ পাঠান রাশেদ খাঁন। তিনিও সেটা ফেসবুকে প্রকাশ করেন। রবিবার দুজন গণমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যও দেন।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar