| ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫২ অপরাহ্ণ
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি রয়েছে ২০২২ সাল পর্যন্ত। আর মাত্র একটি মৌসুমের জন্য দুই পক্ষের চুক্তি বেঁচে আছে। এরপর তাদের কি হবে? দুজনের পথ আলাদা হবে নাকি দুজন একই সঙ্গে পথ চলবে?
সেই উত্তরটা বলে দিবে সময়ই। কিন্তু গুঞ্জন তো আর থেমে নেই। একের পর এক গুঞ্জন চলছেই। সর্বশেষ ফ্রান্সের একটি গনমাধ্যম জানালো নতুন শর্তের কথা যা এমবাপ্পে দিয়েছে পিএসজিকে।
লা প্যারিসিয়ান জানিয়েছে, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি করতে প্রস্তুত। তবে দিয়েছে কয়েকটি শর্ত। তারমধ্যে প্রথম শর্ত হচ্ছে বেতন হতে হবে নেইমারের সমান। যার পরিমান প্রায় ৩৬ মিলিয়ন ইউরো।
দ্বিতীয় আরেকটি শর্ত হচ্ছে, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি করবে। তবে সেই চুক্তিতে একটি শর্ত থাকবে যে, যখন এমবাপ্পে চাইবে তখনই ক্লাব তাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে।