অনলাইন ডেস্ক | ২৩ আগস্ট ২০১৭ | ৭:৫৯ অপরাহ্ণ
সাভারের বংশী নদী পারাপারের সময় নৌকায় বজ্রপাতের ঘটনায় আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬। এ ঘটনায় আরো ২জন নিখোঁজ রয়েছে।
বুধবার দুপুরে নদীতে দু’নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের পাঁচ সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
নিহতরা হলেন দীপুলাল দেবনাথ, শিনতি রায় ও মাহেলা বেগম।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মাসুদ জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
গেলো মঙ্গলবার সকালে গার্মেন্টস শ্রমিকসহ যাত্রীদের নিয়ে বংশী নদী নদী পার হচ্ছিল নৌকাটি।
এসময় বজ্রপাত হলে বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান। সেসময় ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহত কয়েকজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে আরো একজনের মৃত্যু হয়।