
| সোমবার, ১৫ জুন ২০২০ | প্রিন্ট
নোয়াখালীতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ (পিপিএম)সহ মোট ৭৫জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সোনাইমুড়ী থানার ওসিসহ দুই উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পরীক্ষায় আজ করোনা পজিটিভ আসে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত নোয়াখালী জেলায় মোট ৭৫ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ সন্ধ্যা পর্যন্ত ২৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) বিশাল আহমেদ জানান, বর্তমানে সোনাইমুড়ী থানার ওসিসহ আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar