অগ্রবাণী ডেস্ক | ২৭ মে ২০১৭ | ৭:৩৪ অপরাহ্ণ
নড়াইলের কালিয়া উপজেলার সদ্য সমাপ্ত পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতা বদরুল ইসলামের (৫৫)মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বদরুল ইসলাম পেড়লী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবুর চাচা। তিনি পেড়লী গ্রামের কুটি মিয়া শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার পেড়লী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জারজিদ মোল্যা বিজয়ী হয়। বৃহস্পতিবার সকালে পেড়লীর মহসিন মোড় এলাকায় সদ্যসমাপ্ত নির্বাচন নিয়ে জারজিদ মোল্যা ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন (৫০) নিহত হন।
অপরদিকে প্রতিপক্ষ গ্রুপের শেখ বদরুল আলম গুরুতর আহত হয়। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
পেড়লী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে নৌকা প্রতীকে কাজ করায় আমার চাচাকে হত্যা করা হয়েছে।’
কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুল ইসলামের মৃত্যুর খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: যুগান্তর