নিজস্ব প্রতিবেদক | ২৫ মে ২০১৯ | ৮:২২ অপরাহ্ণ
পূর্ণমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ার পুরস্কার পাচ্ছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। ঈদের পর পরই নৌ পরিবহন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বলে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্রে জানা গেছে। তবে নৌ পরিবহন মন্ত্রণালয় ছাড়াও তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায় কিনা, এই আলোচনা চলছে।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি তিনি। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিভিন্ন কারণে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেওয়া হয় সাবেক সচিব মনজুর হোসেনকে। যদিও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় চার্জশিট রয়েছে। তার বিচার কাজ উচ্চ আদালতে স্থগিত আছে।
মন্ত্রী হওয়ার খবরে আব্দুর রহমানের অনুসারীরা বেশ চাঙ্গা। গত কিছুদিন ধরে গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের আগামী সম্মেলনে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্বও দেওয়া হবে। সব মিলিয়ে আব্দুর রহমান এখন ফুরফুরে মেজাজেই আছেন।