অগ্রবাণী ডেস্ক | ২৩ জুন ২০১৭ | ১০:১৯ পূর্বাহ্ণ
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের জেলার শিবচরের কাঁঠালবাড়ি ৩ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। এ সময় স্থানীয়রা ঈদ উপলক্ষে ঘাট এলাকায় দায়িত্বরত র্যাব-৮ ক্যাম্পে খবর দেয়। পরে র্যাব ৮-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে শিবচর থানা পুলিশকে দেয়।
মৃতদেহের নিম্নাঙ্গ একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় পেঁচানো ছিল। নিহতের গায়ে কোনো পোশাক ছিল না। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।