
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৫ জুন ২০২২ | প্রিন্ট
খুলনা থেকে ১২ শতাধিক গাড়িতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গেছেন আওয়ামী লীগের প্রায় অর্ধ লাখ নেতাকর্মী। মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত রূপসা সেতুর টোল প্লাজাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে যায় এসব গাড়ির বহর।
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ জানান, নগরীর ৫টি থানা থেকে প্রায় ৫০০টি গাড়িতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানস্থলে গিয়েছেন।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা প্রায় ৫০০টি বাস এবং ২০০টি প্রাইভেটকার, মাইক্রোবাস ও জিপে করে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানস্থলে গিয়েছেন।
Posted ১:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar