নিজস্ব প্রতিবেদক: | ০৭ আগস্ট ২০১৭ | ৪:০০ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহায় সঙ্গীতশিল্পী জুই ও কাজী শুভ “তুমি বুঝলা” গানটি নিয়ে শ্রাতাদের মাঝে আসছেন। চমৎকার এই গানটির কথা গোলাম রাব্বানি এবং সুর করেছেন কাজী শুভ। গানটির মিউজিক ভিডিও শুটিং চলছে আর মিউজিক ভিডিওটি পরিচালন করছেন,আলি আহসান লিটন মিউজিক ভিডিও তে মডেল হিসেবে দেখা যাবে সঙ্গীতশিল্পী জুই ও চিএনায়ক শিপন মিত্র।
তুমি বুঝলা গানটির সর্ম্পকে জানতে চাই জুই বলেন গানটির কথা ও সুর অনেক ভালো লেগেছে আমার কাছে আমি আশা করি শ্রোতাদের কাছে ও ভালো লাগবে গানটি তিনি আরো বলেন গানটির মিউজিক ভিডিও কোরবানির ঈদে ইউটিউবে প্রকাশিত হবে আশা করছি।
সঙ্গীতশিল্পী ইসরাত জাহান জুঁই কাছে ভবিষ্যৎ পরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন,“ আমি চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করতে চাই এবং ভালো গল্পের ভালো গানের চলচ্চিত্র হলে অবশ্যই গান করবো আমি তিনি আরো বলেন ভবিষ্যৎ আমি আরো বড় শিল্পী হতে চাই যেনো আমি মরে গেলেও আমার গান গুলো মানুষের অন্তর এ বাজে সবসময় বাকিটা মহান আলাহতালার, ভালো বাসা ও শ্রোতাদের দোয়া নিয়ে ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি।” মিঠুন আল মামুন