অনলাইন ডেস্ক | ০২ মার্চ ২০১৮ | ৩:৫৩ অপরাহ্ণ
পরীমণি অভিনীত আমার প্রেম আমার প্রিয়া ছবির ফার্স্ট লুকের পর এবার প্রথম গান প্রকাশ পেয়েছে। টেরাম টেরাম শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ুন ও মুন। এতে পারফর্ম করেছেন পরীমণি ও কায়েস আরজু। এটির নৃত্য পরিচালনা করেছেন সাঈফ খান কালু।
ছবির মুক্তিকে সামনে রেখে বুধবার গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। আগামী মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা রয়েছে।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
ইতোমধ্যে, পরীর ‘টেরাম টেরাম’ গান নিয়ে ইউটিউবে চলছে বিতর্কের ঝড়। অনেকের অভিযোগ গানটিতে অহেতুক যৌন সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরীমনির মতো মিষ্টি মুখের এমন একজন নায়িকা এমন গানে রাজি হবে তা আশা করে না দর্শকরা। গানের কথাগুলো খুবই আপত্তিকর বলে মন্তব্য করেছেন অনেকে।
ইউটিউবে দর্শকের কয়েকটি মন্তব্য তুলে ধরা হলো-
‘যেমন পরিচালক তেমন মুভি তেমন ভাবনা তেমন শিল্পী থার্ড ক্লাস সব ফালতু… সব গাঁজাখোর’
‘এককথায় জঘন্য। পরি মাইয়াডারে কেও ভালোভাবে ব্যবহার করতে পারলো না এখনো,আফসোস। বস্তাপচা 3rd class গান’
‘যৌন উত্তেজনাকারী গান । পরীমনির গান এমন ছিঃ ছিঃ।’
‘সেদিন যদি পরীমনির আব্বু আম্মু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো তাহলে আজ এইদিন দেখতে হতো নাহ’
‘সানি লিওন ফেইল মারবো পরীমনির কাছে’
‘সেই একি জিনিস। বডি দেখাইয়া দর্শক ধরার ধান্দা, শালার ধান্দাবাজেরর দল’
‘ওরে গান হাসবো নাকি কাদবো টেরাম মানে কি.? থার্ড ক্লাস এগুলো টাকা খরচ করে না বানিয়ে টাকাগুলি বুড়িগঙ্গাতে ফেলে দিন মিষ্টার আবুল প্রযোজক’
এছাড়া এমন কিছু মন্তব্য রয়েছে যা প্রকাশ অনুপযোগী।