
ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৩ জুলাই ২০২২ | প্রিন্ট
কালো ছাড়া অন্য রঙের মহিষই দুর্লভ। আর গোলাপি রঙের মহিষ জীবনে একবারও দেখেননি অনেকে। তবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে কোরবানির পশুর হাটে আনা হয়েছে এমন দুটি মহিষ। গোলাপি রঙের পশু দুটি একনজর দেখতে প্রতিদিন এই হাটে ভিড় করছেন শত শত মানুষ। সাড়া পড়েছে পুরো এলাকাতেই।
কোরবানি সামনে রেখে এক বছর আগে ভারত থেকে মহিষ দুটি আনেন ফেমাস অ্যাগ্রোর মালিক মীর সাইফু। প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, মহিষের এমন রঙের পেছনের কারণ জিনগত বিশেষ বৈশিষ্ট্য অ্যালবিনো। এ কারণে কোটিতে একটিও এমন মহিষের দেখা পাওয়া ভার। পৃথিবীজুড়েই বিলুপ্তপ্রায় এই মহিষ। তবে পাশের দেশ ভারতে এখনও এমন কিছু মহিষ পাওয়া যায়।
Posted ১২:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar