অনলাইন ডেস্ক: | ১৫ জুলাই ২০১৭ | ৭:১৬ অপরাহ্ণ
বাইরে থেকে পশ্চিমবঙ্গে কোনো নারী এলে ১৫ দিনের মধ্যেই ধর্ষণের শিকার হবেন। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সাংসদ ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
রূপা বলেন, ‘পশ্চিমবঙ্গের বাইরে থাকা কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া ছাড়া তাঁদের মা বোনদের পশ্চিমবঙ্গে পাঠান তাহলে তাঁরা ১৫ দিনের মধ্যে ধর্ষিতা হবেন।’
শুক্রবার রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পর সমালোচনার ঝড় শুরু হয়। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল শিবির থেকে রূপার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হয়।
যার উত্তরে রূপা গঙ্গোপাধ্যায় আজ শনিবার সংবাদমাধ্যমের কাছে সাফ জানিয়ে দেন, ‘১৫ দিন তো বেশি বলে দিয়েছি। তার আগেই বাইরে থেকে পশ্চিম বাংলায় কোনো নারী এলে ধর্ষিতা হবেন।’
সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও বাদুড়িয়ায় একটি ফেসবুকের আপত্তিকর পোস্ট নিয়ে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়। যার ফলে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটেছে বলেও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রূপা।
এ ছাড়া পশ্চিমবঙ্গে ভোটের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের তোষণ করছেন বলেও বিজেপির তরফে বারবার অভিযোগ তোলা হয়।