
| রবিবার, ০৪ জুলাই ২০২১ | প্রিন্ট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রী গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আয়না বেগুম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ উপজেলার শিরট্রী গ্রামের মৃত লজিম উদ্দীনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায় গৃহবধূ আয়না বেগম তার নিজ বাড়ির পাশে আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠে। এ সময় অসাবধানতা বশত গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরত্বর আহত হয়। তাকে চিকিৎসার জন্য স্থানীয় মহিপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পথে পথে মধ্যে সে মারা যায়। খান থেকেই মৃত ব্যক্তিকে তার স্বজনরা বাসায় নিয়ে গেছে।
Posted ১০:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar