অনলাইন ডেস্ক: | ২৩ জুলাই ২০১৭ | ১০:৪৮ পূর্বাহ্ণ
বর্তমান সমাজে নারী নির্যাতনের ঘটনা যখন তুঙ্গে তখন নির্যাতিত হচ্ছেন পুরুষরাও। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সামনে আসছে না। এতদিন মহিলারাই কেবল গণধর্ষণের শিকার হতেন। এবার গণধর্ষণের শিকার হলেন এক পুরুষ। এমনকি চরম শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতে হল তাকে।
যদিও ঘটনাটি বেশ কিছুদিন আগের। তবে সম্প্রতি ওই নিউজটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফলে ফের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বর্তমান সময়ে মিথস্ক্রিয়ার সবচেয়ে উন্মুক্ত প্লাটফরম ফেসবুকে।
নাইজেরিয়াতেই ঘটেছে এমন ঘটনা। এক ব্যবসায়ী তার পাঁচ বউয়ের ধর্ষণে মৃত্যবরণ করেছেন। মৃত ব্যক্তির নাম ইউরোকো ওনোজো। তার মোট ছয় স্ত্রী। সারারাত পার্টিতে ব্যস্ত থাকার পর ভোর রাতে বাড়ি ফিরেছিলেন ওনোজো। অন্যদিকে সারারাত তার স্ত্রীরা তার সঙ্গ পেতে প্রহর গুণছিলেন। ভোররাতে বাড়ি ফিরে কনিষ্ঠা স্ত্রীর ঘরেই যান ওনোজো। এই কারণেই অপর পাঁচ স্ত্রী ক্ষুব্ধ হয়ে চড়াও হয় ওনোজোর উপর। এরপর পর পর চার স্ত্রীর সঙ্গে যৌন মিলনে বাধ্য হয় ওনোজো। পঞ্চম স্ত্রীর সঙ্গে সহবাসের সময় হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায় ওনোজো। ঘটনার পর পাঁচ স্ত্রী পালিয়ে যায়। তবে তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে নাইজেরীয় পুলিশ। অভিযুক্ত পাঁচ স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
বর্তমান সমাজে নারী নির্যাতনের ঘটনা যখন তুঙ্গে তখন নির্যাতিত হচ্ছেন পুরুষরাও। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সামনে আসছে না। এতদিন মহিলারাই কেবল গণধর্ষণের শিকার হতেন। এবার গণধর্ষণের শিকার হলেন এক পুরুষ। এমনকি চরম শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতে হল তাকে।
যদিও ঘটনাটি বেশ কিছুদিন আগের। তবে সম্প্রতি ওই নিউজটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফলে ফের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বর্তমান সময়ে মিথস্ক্রিয়ার সবচেয়ে উন্মুক্ত প্লাটফরম ফেসবুকে।
নাইজেরিয়াতেই ঘটেছে এমন ঘটনা। এক ব্যবসায়ী তার পাঁচ বউয়ের ধর্ষণে মৃত্যবরণ করেছেন। মৃত ব্যক্তির নাম ইউরোকো ওনোজো। তার মোট ছয় স্ত্রী। সারারাত পার্টিতে ব্যস্ত থাকার পর ভোর রাতে বাড়ি ফিরেছিলেন ওনোজো। অন্যদিকে সারারাত তার স্ত্রীরা তার সঙ্গ পেতে প্রহর গুণছিলেন। ভোররাতে বাড়ি ফিরে কনিষ্ঠা স্ত্রীর ঘরেই যান ওনোজো। এই কারণেই অপর পাঁচ স্ত্রী ক্ষুব্ধ হয়ে চড়াও হয় ওনোজোর উপর। এরপর পর পর চার স্ত্রীর সঙ্গে যৌন মিলনে বাধ্য হয় ওনোজো। পঞ্চম স্ত্রীর সঙ্গে সহবাসের সময় হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায় ওনোজো। ঘটনার পর পাঁচ স্ত্রী পালিয়ে যায়। তবে তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে নাইজেরীয় পুলিশ। অভিযুক্ত পাঁচ স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।