| ০৪ মার্চ ২০২১ | ৫:৩৮ অপরাহ্ণ
খুলনার পাইকগাছায় আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
সে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের শ্রীনিবাস মন্ডলের ছেলে সমীরণ মন্ডল (৩০)।
এ ঘটনায় ঐ গৃহবধূ থানায় মামলা করেছেন। মামলা সূত্রে, একই ইউনিয়নের মুনকিয়া গ্রামের গৃহবধূর স্বামী নলী কোমল মন্ডল দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার একটি মুরগী ফার্মে কর্মচারী হিসেবে কাজ করেন। স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী দেবর সম্পর্কে সমীরন নানা প্রস্তাব দিয়ে তার সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে।
একপর্যায়ে বিভিন্ন কৌশলে মোবাইলে ঐ যুবক আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে রাখে। এ দুর্বলতার সুযোগ নিয়ে সে একাধিকবার ধর্ষণ করে। একসময় ঐ গৃহবধূ ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধ করে মুক্তি চাইলে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা দাবী করে ঐ যুবক।
সর্বশেষ ১৫ জানুয়ারি ধর্ষিতার নানা আপত্তিকর ছবি ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ৩ মার্চ বুধবার গৃহবধূ পাইকগাছা থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ও নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন, যার নং-৩, তাং ৩-৩-২১। পুলিশ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ী থেকে ধর্ষককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার মামলার গৃহবধূকে বাদীকে শারীরিক পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে ওসি মো. এজাজ শফী জানান. গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।