অনলাইন ডেস্ক | ০৫ এপ্রিল ২০১৭ | ১:১৬ অপরাহ্ণ
পাকিস্তানের লাহোরে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে হামলা চালানো হয় বলে জানিয়েছেন পাঞ্জাব প্রাদেশিক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ।
তিনি বলেন, পরিসংখ্যান কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি সন্ত্রাসী হামলার ধরণ। নিহতদের মধ্যে দুইজন সৈনিক ও দুইজন বেসামরিক রয়েছেন।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও পুলিশ উপস্থিত হয়েছে। তারাও হামলাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে দাবি করেছেন।