
ডেস্ক | রবিবার, ১৫ মার্চ ২০২০ | প্রিন্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (১৪ মার্চ) গুলশান যুব ক্লাবে এক ক্রিকেট উৎসবে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে যোগাযোগ করছি। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে বলে আশা করছি।’
‘ক্রিকেটারদের পরিবারও করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন। এ আশঙ্কার মধ্যে তারা নিজেদের সন্তানদের ক্রিকেট খেলতে পাঠাতে রাজি নয়। তাই আমি মনে করি, এখন পাকিস্তান সফর করা আমাদের জন্য কঠিন,’ যোগ করেন পাপন।
উল্লেখ্য, গত দুই মাসে দুই দফায় পাকিস্তান সফরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আগামী ১ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে করাচিতে একটি ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
Posted ১০:১০ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar