অনলাইন ডেস্ক: | ২১ জুলাই ২০১৭ | ৩:৩৩ অপরাহ্ণ
মালয়েশিয়ার আমপাং শহরে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে মানব পাচারকারী চক্রের হাত থেকে ১৪ বাংলাদেশি নাগরিক উদ্ধার হয়েছে। অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি বলেন, ‘তথ্য পাওয়ার পর স্পেশাল অপারেশন্স ইন্টেলিজেন্স ডিভিশন টিম আমপাং এলাকার একটি বাড়িতে স্থানীয় সময় গতকাল ভোর ৫ টার দিকে অভিযান চালায়। অভিযানে ওই চক্রের বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে দ্য স্টার অনলাইন।
মুস্তাফার আলি বলেন, ‘ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ১৪ বাংলাদেশি নাগরিক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত অপর তিন বাংলাদেশি এজেন্টের কবলে পড়েছিলেন।’ মুস্তাফার এক বিবৃতিতে বলেন, ‘গোয়েন্দা দল ১৪ জনকে দু’টো রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় পায়।’ এছাড়া, ওই বাড়ি থেকে উদ্ধারকৃত বাংলাদেশিদের ২০ টি মুঠোফোন ও এক এজেন্টের কাছ থেকে ২৮ হাজার ৫০০ রিঙ্গিত ( ৬,৬৪৪ টাকা) উদ্ধার করেছে গোয়েন্দাকর্মীরা।
মুস্তাফার বলেন, এজেন্টরা ওই ১৪ জনকে অর্থ না পাওয়া পর্যন্ত আটকে রাখতো। তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা এই চক্রটি একটি অভিবাসী চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত যেটি গত ডিসেম্বরে ভেঙ্গে দেওয়া হয়েছিলো। আমরা এই গ্রেপ্তারের সহায়তায় এমন আরও চক্রের সন্ধান পাবো বলে প্রত্যাশা করছি।’ মুস্তাফার আরও জানান, ২০১৪ সাল থেকে এ বছরের জুন মাস পর্যন্ত মালয়েশিয়ায় মানব পাচার ও চোরাচালানের ৯৯ টি ঘটনার সন্ধান পাওয়ার পর সেগুলো ভন্ডুল করে দেওয়া হয়।