রিমন পাঠান | ০৭ এপ্রিল ২০১৭ | ১০:৫৮ পূর্বাহ্ণ
আমার বাবা, মা (মা নেই), ভাইয়ের পরে যদি কেউ আমার ভাল চায় তবে তিনি ”পাঠান স্যার” ১০০%। তিনি ছিলেন বলেই আজ আমি আপনাদের মাঝে চলতে পারছি, কিংবা তার ছোঁয়ায় আমার জীবন বদলে গেছে।
আল্লাহ্ কে অন্নেক ধন্যবাদ, কারন: তিনি না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না। তার গুনের কথা এই দুই চার লাইনে লিখে শেষ করা যাবে না, কিন্তু শেষ করতে হচ্ছে।
স্যার আপনাকে লক্ষ-কোটি সালাম জানাই। ক’ই সাথে সবার ভালোবাসা এবং দোয়া পেয়ে বেচে থাকবেন হাজার বছর:- আমিন।
লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত