অনলাইন ডেস্ক | ২৬ জুলাই ২০১৭ | ১১:৫৪ অপরাহ্ণ
‘পানির নীচে রাস্তা ভালো’। এই বক্তব্যটি লিখে রাজধানীর একটি এলাকায় সাইন বোর্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।
এয়ারপোর্ট থেকে বনানীর দিকে আসতে রেডিসন হোটেল সংলগ্ন ফ্লাইওভারটির গোড়ায় সাইনবোর্ডটি স্থাপন করা হয়।
একটু বৃষ্টি হলেই এয়ারপোর্ট থেকে আসা ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটির এই অংশ কোমর পানিতে ডুবে যায়।
বিপদ এড়াতে সড়কের এই অংশটি এড়িয়ে চলে যানবাহনগুলো। এর ফলে লেগে যায় দীর্ঘস্থায়ী যানজট।
তাই ট্রাফিক বিভাগ এখন এই কৌশল নিয়েছে।