অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০১৭ | ৮:১৯ পূর্বাহ্ণ
পাবনার একটি গ্রামে পাশাপাশি পাঁচটি টিউবওয়েল থেকে হঠাৎ করে বিষাক্ত পানি বের হচ্ছে। বুধবার (০৫ এপ্রিল) সকালে আমিনপুর থানার আহম্মেদপুর গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
আহম্মেদপুর গ্রামের মধ্যপাড়ার রোস্তম মল্লিক জানান, সকালে তিনি বাড়ির টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে পানিতে দুর্গন্ধ ও তৈলাক্ত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির পাশের জালাল শেখ, রহিম খাঁ, আলম শেখ, রহম আলীসহ পাশাপাশি পাঁচটি বাড়িতে একই রকম অবস্থা দেখতে পেলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পানির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
ওই গ্রামের পল্লী চিকিৎসক রবিউল ইসলাম জানান, পানির নমুনা দেখে আমার কাছে বিষাক্ত বলে মনে হয়েছে। কারণ পানিতে প্রচুর পরিমাণে দুর্গন্ধ এবং পানির উপরিভাগে তৈলাক্ত স্থর রয়েছে।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, পাঁচটি টিউবয়েলের পানি সংগ্রহ করে পাবনা জেনারেল হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ওই টিউবয়েলগুলো থেকে পানি পান করা থেকে সকলকে বিরত থাকতে থাকতে বলা হয়েছে।