আজকের অগ্রবাণী ডেস্ক | ২২ আগস্ট ২০১৭ | ১১:৩৬ পূর্বাহ্ণ
পাবনার সুজানগর উপজেলার চীনাখড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল ১০টার পরে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, শ্যামলী পরিবহন নামের বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর সাদ্দাম পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।