অনলাইন ডেস্ক: | ০৫ জুলাই ২০১৭ | ১:৪০ অপরাহ্ণ
মায়ের সঙ্গে স্ত্রীর দা-কুমড়া সম্পর্কের গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। তবে সব ভালোয় ভালোয় কেটে গেলেও এক বালতি দুধে এক ফোঁটা চনা সেই পড়েই গেল। বিতর্ক ঢেকে রাখা যায়নি। আঙুল উঠেছে সেই মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিতিনির দিকেই। ঘটনাটা ঠিক কী?
বিয়ের আগে থেকেই অতিথি-অভ্যাগতদের কাছে মেসি পইপই করে বলেছিলেন, সাদা, হালকা ধূসর বা ছাই রঙের কোনো পোশাক পরে না আসতে।
আন্তোনেল্লা রোকুজ্জোর পোশাকের সঙ্গে যাতে কারও পোশাক মিলে না যায়, তাই এ সাবধানবাণী। সকলে সেটা পালনও করেছেন, শুধু সেলিয়া ছাড়া। সেলিয়া এবং মেসির বোন সলের জন্য আলাদা করে ডাকা হয়েছিল ডিজাইনার ক্লদিও কোসানোকে। কোসানো জানিয়েওছিলেন, দু’জনেই কালো রঙের কোনো পোশাক পরবেন।
কিন্তু সেলিয়া সে কথা মানেননি। বিয়ের দিন তাকে দেখা যায় হীরাখচিত একটি সাদা রঙের গাউন পরে আসতে। যার সঙ্গে অনেকটাই মিল ছিল আন্তোনেল্লার পোশাকের। এতেই বেঁধেছে বিতর্ক।
সংবাদমাধ্যমের দাবি, ইচ্ছে করেই এ কাণ্ড করেছেন সেলিয়া। এও জানা গেছে, সেলিয়ার পরিবারের তরফে যতজন নিমন্ত্রণ পেয়েছেন, সে তুলনায় মেসির বাবা জর্জের পরিবারকে নাকি উপেক্ষা করা হয়েছে।